মানুষ সৃষ্টির সেরা জীব। সমাজে ন্যায় সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করায় মানুষের একান্ত কর্তব্য। জীবনে প্রতিনিয়ত ভালো আর মন্দ দিয়ে প্রভাবিত হচ্ছে মানুষ। নিজেকে মহৎ গুণাবলীর আদর্শ পরিচালিত করতে পারলেই জীবনের সার্থকতা লাভ করা যায়। তাই চারদিকের অন্যায় অবিচার থেকে নিজেকে রক্ষা করে মানুষের গুণী সমৃদ্ধ করতে হবে জীবনকে। অপরের মদ্যকর্ম কখনো আদর্শ হিসেবে বিবেচিত হতে পারেনা। চারদিকের পরিবেশ যদি বিরূপ থাকে তাহলে তা থেকে নিজেকে সাবধানে সরিয়ে নিতে হবে এবং সৃষ্ট মানবিক আদর্শই জীবনকে গঠন করতে হবে।
Beğen
Yorum Yap
Paylaş
Easmin
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?