দুই বন্ধু সুজন আর সুমন। শুধু নামের মিল নয়, দুজনের মধ্যে বন্ধুত্ব খুব প্রখর। যাকে বলে মানিকজোড়। পড়াশোনা, চলাফেরা, হাঁটা বেড়ানো সবকিছুই একসঙ্গে। পাড়া পড়শিরা বলে, এমনটি আর দেখা যায় না। পাহাড় অঞ্চলে শেষ ফাগুনের বিকেলটা অপরূপ। কথা মত সেদিন বিকেলে দুজন বোনের অপরূপ শোভা দেখতে বেরিয়ে পড়ে। কথা বলতে বলতে পাশাপাশি হাটে দুজন। কিছুটা খারাপ আমার বেয়ে টিলার উপরে এসে আবার কিছুটা সমতল ভূমিতে গভীর বনের পথ ধরে হাঁটতে শুরু করে দু বন্ধু। ওদের কথা হচ্ছিল গাছ-গাছলি আর জন্তু-জানোয়ার নিয়ে। সুমন বলে, এ বনে তো বাঘ ভালুক আছে বলে শুনেছি, সুজন।
お気に入り
コメント
シェア