এবার আমাদের বাড়িতে যে কাজ করে জব্বার চাচা, সে কাট কাটতে এসে এক নেকড়ের কবলে পড়েছিল।। বুড়ার ভাগ্য, সে যাত্রা প্রাণ নিয়ে বাড়ি ফিরেছিল। সুজন বলে, ও গল্প তোর কাছে আগেও শুনেছি সুমন।। বনে বাঁধারে জীবজন্তু তো থাকবেই। অত ভয় করলে তো চলে না। সুমন বলে, ধর সুজন, আজও যদি কোন জন্তু-জানোয়ারের মুখোমুখি হই আমরা তাহলে কি করবি? সুজন হাসতে হাসতে বলে, দুজনে মিলে আত্মরক্ষা করবো লড়াই করে। আমরা দুই বন্ধু কেউ কাউকে ছেড়ে তো পালাবো না। বন্ধু হয়ে এমনহীন কাজ তো করতে পারিনা।
Gefällt mir
Kommentar
Teilen