সুমন জোর দিয়ে বলে দেখ ভাই আমি তো গাছে চড়তে জানি না-আরে ধ্যাত, ভয় কিসে, সুজন সুমনের পিঠ চাপড়ে আশ্বাস দেয়। মিছে সব কথা ভাবছিস। ব্যাপারটা কে হালকা করে আনার জন্য সুজন বলে শুকনো পাতা মাখিয়ে হাঁটতে বেশ মজাই লাগে তাই না সুমন? যেন মুচমুচে পাপড় ভাজা মাড়িয়ে হাঁটছি। তা যা বলছিস। সুজনের কথা সুমন সায় দেয়। এক কথায় ও কথায় ওরা যখন মশগুল তখন ভারি পায় শুকনোপাতা মাড়িয়ে কে যেন আসছে আশঙ্কায় চমক ভেঙে ওর মুখ ফিরিয়ে দেখেই ভয় সারা। বিরাট এক ভালো লোক গড়গড় করতে করতে ঘাড়ের চুল ফুলিয়ে ওদের দিকে এগিয়ে আসছে।
پسندیدن
اظهار نظر
اشتراک گذاری