হে সূর্য, তুমি তো জানো,
আমাদের গরম কাপড়ের কত অভাব!
সারারাত খড়কুটো জ্বালিয়ে,
এক টুকরো কাপড়ে কান ঢেকে
কত কষ্টে আমরা শীত আটকাই।
স্মৃতি কাদর ঝাপসা চোখে
অশ্রু ভরা স্মৃতিফলক ভেসে ওঠে!
যে ছবিটা পাথর বুকে
খোদাই করা হৃদ গভীরে অশ্রু জলে
চিরকালই চেতন মনে!
ছবির ফ্রেমে স্মৃতি গাথা
স্মৃতির জলে অশ্রু ঝরে ফোঁটা ফোটা!
Мне нравится
Комментарий
Перепост