জাপান আমাদের দেশের পূর্ব দিকে অবস্থিত এশিয়ার দেশগুলোর মধ্যে জাপানে প্রথম সূর্যোদয় দেখা যায় তাই জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানের শিশুরা খুব নম্র ও ভদ্র হয়।। কাবলিওয়ালা এবং আমার মেয়ে প্রথম সাক্ষাতের দিনটি আমি স্মরণ করি যখন সে চলে গেল রহমত একটা দীর্ঘ শ্বাস ফেলল এবং মে যেতে বলে পড়ল বসে পড়ল হঠাৎ তার ধারণা হয় যে এই দীর্ঘ সময় তার মেয়ে অবশ্য বড় হয়ে গিয়েছে। এ জীবনে কষ্ট ছাড়া কেউ মেলে না স্বাভাবিক পক্ষে বাধা বিঘ্ন না থাকলে জীবন নিরানন্দ হয়ে পড়ে খেলায় যদি প্রতিদ্বন্দ্বিতা না থাকে আর পূর্বে ফলাফলের জন্য দেখা যায় জানা যায় তবে সেখানে কোন আবদ্ধ থাকে না খেলা তীব্র প্রতিদ্বন্দ্বতা থাকলে বিজয়ী ও পরাজিত উভয় পক্ষে।
پسندیدن
اظهار نظر
اشتراک گذاری