বই মানুষের জীবনে সর্বোত্তম বন্ধু তোমার অবশ্যই ভালো বন্ধুবান্ধব আছে কিন্তু প্রয়োজনের সময় তুমি তাদের পাওনা তারা তোমার সঙ্গে শান্তভাবে কথা নাও বলতে পারে তাদের মধ্যে দু একজন কৃত্রিম বন্ধু বলে প্রমাণিত হতে পারে কিন্তু তারা তোমার যথেষ্ট ক্ষতি করতে পারে কিন্তু বই সর্বদা তোমার পাশে থাকবে কত বই তোমাকে হাসাতে পারবে আবার কত বই তোমাকে বেশি আনন্দ দিতে পারবে কতগুলো আবার তোমাকে জ্ঞান নতুন চিন্তা দান করবে সুতরাং বইয়ের সঙ্গে বন্ধুত্ব করতে আমাদের কোন খরচ করতে হয় না কিন্তু অনেক বেশি।
お気に入り
コメント
シェア