আনাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম একজন মুসলিম রোগীকে সেবা করতে গেলেন সে অসুখে কাতর হয়ে উত্তপ্তআপনি পরকালে আমাকে যে সাজা দেবেন তা এই ইহকালেই দিয়ে দিন নবীজি বললেন সুবহানাল্লাহ তোমার এমন সামর্থ্য নিজে তা বহন করবে অথবা তুমি তা সহ্য করতে পারবে তুমি এমনটি বললে না কেন হে আল্লাহ আমাদের কল্যাণ দাও পৃথিবীতে এবংপরকালেও আর জাহান্নাম থেকে আমাদের রক্ষা করো বর্ণনাকারী বলেন তখন তিনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন আর আল্লাহ তাকে সুস্থ করে দেন
Kao
Komentar
Udio
Easmin
Izbriši komentar
Jeste li sigurni da želite izbrisati ovaj komentar?