তারেক নামে একজন মিথ্যাবাদী রাখাল ছিল মাঝে মাঝে সেই বাগবাগ বলে চিৎকার করত লোকজন তাকে সাহায্য করতে দৌড়ে আসত তখন সে মজা পেত এবং হাসতো একদিন সত্যি সত্যি বাঘ এসে পড়ল তখন সে খুব চিৎকার করে কাঁদতে লাগলো কিন্তু ওই সময় তাকে বিশ্বাস করে কেউ সাহায্যের জন্য এগিয়ে এলো না তাকে হত্যা করল কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না সুতরাং কখনো মিথ্যা বলোনা এমনকি কৌতুক করিও না।
お気に入り
コメント
シェア