একদা একজন টেকো লোক ছিল দ্বীনের কাজ শেষে একদিন সে একটি গাছের নিচে বসল একটি মাছি এসে তার টাক মাথায় বসলো এবং তাকে বিরক্ত করল লোকটি মাসটিকে আঘাত করল কিন্তু সে আঘাত শুধু তার নিজের মাথায় রাখলো পুনরায় মাছটি তাকে বিরক্ত করল কিন্তু এবার সে বুদ্ধিমানের মতো কাজ করলো এবং নিজেকে বলল যদি তুমি ক্ষুদ্র শত্রুর সঙ্গে ঝগড়া করো তাহলে তোমার ওই ক্ষতি হবে।
Kao
Komentar
Udio