রাতে কখনো ঘুম ভেঙ্গে গেলে ডাক না দিয়ে ঘুমন্ত চেহারার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে হঠাৎ ধরা খেয়ে গেলে বলবো কি ঘুম আসছে না দেখি ঘুম পাড়িয়ে দেই এই বলে মাথায় হাত বুলিয়ে চুলগুলো আলতো করে টানতে থাকবে এরপর পরম সুখে আবার ঘুমিয়ে পড়লে এরপর সেই ঘুমে টুকটু বেচে হারাটা পুনরায় শুদ্ধ দেখতেই থাকবে আর দেখতেই থাকবে
إعجاب
علق
شارك
Affiya Jannat
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟