Easmin  
1 Y ·অনুবাদ করা

এক সময় ভাবতাম জীবনে ভাল কিছু করবো, সেই আশায় আজও ক*ষ্ট করে যাচ্ছি। কবে ভাল কিছু করবো সেইটাই এখন বলা মুশকিল। হয়তো কখনো কারও মুখে হাসি টাও ফুটাতে পারবো না। বরং আপনজনের কাছে ক*ষ্টের কারণ হয়ে দাঁড়াবো আমি । একটা সময় থেমে যাবে জীবনের গতিপথ, পিছনের হিসাব গু-লি হবেনা মিলানো। হয়তো হঠাৎ করে হারিয়ে যাবো সবার মাঝ থেকে। তখন হাজার ডাকলেও সাড়া দিব না.

এটাই জীবন, যার হিসাব কখনো মিলানো যায় না। আর হিসাব মিলাতেও চাই না। এইতো আমি ভাল আছি বেশ। শুধু ভাল রাখতে পারলাম না কাউকে.