আমার বিষন্ন লাগছে; আমার দম বন্ধ হয়ে আসার মত অস্বস্তি লাগছে, এই কথা গুলো কাউকে বলবো এমন একান্ত কোনো মানুষ আমার নেই।
পরিস্থিতি বেসামাল লাগছে; আমার কিছুক্ষণ কথা বলতে ইচ্ছে করছে কথা বলা জরুরী, কিন্তু আমার কথা শুনবে এমন একটা মানুষ আমার নেই।
আমার নিজের বলার মত মানুষ কখনো ছিলোনা। আমি যখনই যাকে নিজের ভেবেছি, সে অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিয়েছে আমি তার সবচেয়ে বেশি পর।
🥹🥹🥹
Curtir
Comentario
Compartilhar
Kader 11
Deletar comentário
Deletar comentário ?