Easmin  
1 Y ·ترجمه کردن

কিছু মানুষ অনেক দিন পর পর মেসেজ দেয়! তাদের কথাবার্তা শুনে মনে হয় আমরা তাদের অনেক প্রিয় মানুষ!
তারপর আবার কথা থেমে যায়। তখন আমরা বুঝতে পারি 'তাদের দরকারেই তারা আমাদের সাথে এইভাবে কথা বলেছে!'
তখন আমরা প্রতিজ্ঞা করি এই মানুষ গুলা নক দিলে আমরা আর কথা বলবো না!

তারা আবারো নক দেয় অনেক দিন পর! আমরা আমাদের প্রতিজ্ঞা ভুলে তাদের কে প্রিয় ভেবে তাদের সাথে কথা বলি! তারা তাদের কাজ শেষে আমাদের সাথে কথা বলা বন্ধ করে দেয়!

আমরা চুপচাপ দেখি... দেখেই যাই বারবার! কিছু করার থাকেনা আমাদের! না কথা বলা বন্ধ করতে পারি,না সেলফিশ হতে পারি!