যখনই বড় কোনো সমস্যার মুখোমুখি হই, তখন দুশ্চিন্তায় পড়ে যাই। তারপর যখন সমাধানের কোনো পথ খুঁজে পাইনা; হতা'শা নিয়ে মন কে সান্ত্ব'না দেই এই বলে- আল্লাহ তো আছেন। উনিই একটা সমাধান দিয়ে দিবেন। এরপর কিছুটা শান্ত হতে পারি।
দু'শ্চিন্তা কে'টে যায় তা না। শান্ত হতে পারি কারণ জীবনে যতবারই যতবড় বি'পদে পড়েছি আল্লাহর সাহায্যে কোনো না কোনো ভাবে সমাধান পেয়ে গেছি। আমি জানি আমি গু'নাগার তবুও মনের মধ্যে এই বিশ্বাস টা কখনো আমাকে হতাশ হতে দেয়না।
এমনও হয়েছে একটা সমস্যা নিয়ে খুব চিন্তি'ত ঠিক তখন ওই সম'স্যার উছিলাতে আমার বড় কোনো উপকার হয়ে যায়। তাই শত সমস্যার মাঝেও হাসতে পারি কারণ আমি জানি আল্লাহর উপর বি'শ্বাস রাখলে আল্লাহ কাউকে হতাশ করেন না।
پسندیدن
اظهار نظر
اشتراک گذاری