জীবনের এই পর্যায়ে এসে জীবনকে আমি এতটুকুন বুঝেছি যে জীবন আসলে ধৈর্য ছাড়া আর কিছু না। কেউ ছেড়ে গেলে ধৈর্য, কেউ রাগ করলে ধৈর্য, কেউ কুৎসা রটালে ধৈর্য,কেউ চরিত্রে উপর আঙুল তুললে ধৈর্য, কিছু চাইলে ধৈর্য, কিছু না পেলেও ধৈর্য। মূলত ধৈর্য ধরাটা জরুরী। ধৈর্য ধরা ছাড়া আমাদের আর কোন উপায় নেই।
যে যত বেশী ধৈর্যশীল জীবন তার জন্যে তত বেশী সহজ।
پسندیدن
اظهار نظر
اشتراک گذاری