টাকা পয়সাই রিজিক না। বাড়ি গাড়িই রিজিক না। ভাল একটা মানুষের সাথে জীবন কাটিয়ে দেয়াটাও রিজিক।বিপদে এগিয়ে আসবে এমন আত্মীয় স্বজন থাকাটাও রিজিক। কাজের বন্ধু বান্ধব থাকাটাও রিজিক।
সুস্থ থাকা,নিরাপদে থাকা,মানসিক শান্তিতে থাকাও রিজিক।
নিশ্চিন্তে ঘুমাতে পারাটাও রিজিক। এগুলো সবাই পায় না। অনেকের রিজিকে এসব নাই।
Gusto
Magkomento
Ibahagi