বাবা মা কে সময় দিন। বাবা মা কে "আছেই তো" ভাবা থেকে বের হয়ে আসুন।বাবা মা চিরদিন থাকবেন না এবং আপনাকে "বাবা, আসি তাহলে" বলে বিদায় নেবেন না। একদিন হঠাত দেখবেন নেই। শুধু অনেক কিছু বলার ছিল, করার ছিল থেকে যাবে। বাবা মা এর প্রতি আপনার অনেক রাগ অভিমান অভিযোগ থাকতে পারে কিন্তু তা যেন কখনোই তাদের প্রতি ভালবাসা থেকে বেশি না হয়ে যায়। আর সবচেয়ে জরুরি হলো যতটা পারেন যেভাবে পারেন টাকা জমান যাতে বাবা মা এর সুচিকিৎসা করাতে পারেন, এই টা ফরজ, এইটা অবশ্যই থাকা লাগবে সব সন্তানের। বাবা মা এর জন্য খরচের ব্যাপারে কখনোই কোন ডাউট রাখবেন না মনে। যখন যেটা তাদের প্রয়োজন হবে, তাদের জন্য খরচ করবেন। এর চেয়ে মিনিংফুল স্পেন্ডিং আপনি সারা জীবনে আর করার সুযোগ পাবেন না।
Mi piace
Commento
Condividi
JHuma771
Ellimina il commento
Sei sicuro di voler eliminare questo commento ?