আজ মেসির যে পারফরম্যান্স দেখলাম তাতে ২০২৬ বিশ্বকাপে তাকে খেলতে দেখলে অবাক হবো না।
ম্যাচের গোল উদযাপন শুরু হলো তাকে দিয়ে আর শেষ হলো দুর্দান্ত হ্যাট্রিকে তাকে দিয়েই।
২০০৯ সালে এই বলিভিয়ার কাছে ৬-১ গোলে হেরেছিলো আর্জেন্টিনা, সেই ম্যাচে মেসিও ছিলো, আজ বলিভিয়ার সাথে ৬-০ গোলের জয়, এই দলেও মেসি আছে সাথে নিজের তিন গোল।
দারুণ প্রতিশোধ না?
Mi piace
Commento
Condividi