Easmin  
1 y ·перевести

আমি সবসময় লুজারদের দলে। যারা আজ জিপিএ 5 বা আশানুরূপ রেজাল্ট পাওনি, তারা হতাশ হবে না। তোমার জন্য সুন্দর সময় অবশ্যই অপেক্ষা করছে। সৃষ্টিকর্তা আমাদের কার কপালে কি লিখে রেখেছেন তা কেউ জানিনা। অনেক সময় যে না পাওয়ার জন্য আমরা তীব্র আফসোস করি, একটা সময় পর গিয়ে মনে হয় ওটা না পাওয়াই জীবনে সবচেয়ে ভালো ছিলো। সাময়িক খারাপ লাগায় কেউ হুট করে কোন ভুল সিদ্ধান্ত নিও না। জীবন একটাই, ব্যর্থতাকে মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। জীবনে হাজার টা বাধা বিপত্তি আসবে, নানা জনের নানা কথা শুনতে হবে। তবু হাল ছাড়া যাবেনা। হাল ছেড়ো না বন্ধু। আজ হোক বা কাল তোমার জন্য সুন্দর সময় আসবেই।😍😍😍