আমার boyfriend কে আমি বললাম এই মাত্র আমি নুডলস খাইলাম" সে আমাকে ব'লে এটা আবার কি?' আমি বললাম নুডলস চিনো না?'ও ব'লে জীবনে প্রথম শুনলাম দ্যান আমি ওরে নুডুল্স এর পিক পাঠাই, তারপর ও আমাকে বলে ওহ লুটুস!'এটা শুনে আমার ইচ্ছা করতেছিলো ডিরেক্ট ব্রেকাপ করি, তাও হাজার বুঝাইলাম যে এটা নুডলস not লুটুস!'সে আমার সাথে এটা নিয়া তুমুল ঝগড়া সব শেষে তাঁর এক বান্ধুবীকে গ্রুপ করে আস্ক করে বান্ধুবীটাও ব'লে এটা লুটুস এখন আমার কি করা উচিৎ?'🙂
Kao
Komentar
Udio