সৃষ্টি কুলের উন্নতি অবনতি জীবন মৃত্যু ইত্যাদি যাবতীয় বিষয়বলি মহা পরাক্রমশালী আল্লাহর ইচ্ছায় হয়ে থাকে এই জগতে আল্লাহ কর্তৃত্ব এবং মালিকানা ছাড়া অন্য কারোর কোন অধিকার নেই এ ব্যাপারে পবিত্র কুরআনের অন্য আয়াতে ঘোষণা হয়েছে তিনি আল্লাহ যিনি ছাড়া অন্য কোন ইলাহ বা উপাস্য নেই তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী যাকে তন্দ্রা এবং নিদ্রায় স্পর্শ করতে পারেনা আসমান এবং জমিনে যা কিছু আছে এসব কিছুর একমাত্র মালিক তিনি
پسندیدن
اظهار نظر
اشتراک گذاری