আমাদের মাথার ওপর যে সুবিচার আকাশ সমূহ বিস্তৃত রয়েছে অথচ এসবের কোন মধ্য কোন খুঁটি নেই একমাত্র আল্লাহ আদেশে এগুলো প্রতিষ্ঠিত আছে এ ব্যাপারে মহাপবিত্র কুরআন পাকে ঘোষণা হচ্ছে তিনি আল্লাহ যিনি আকাশ সমূহকে খুঁটিহীন ভাবে সামিয়ানার মতো ঝুলিয়ে রেখেছেন যা তোমরা দেখছো মানুষকে কয়েকটি উপাদানের সম্মান রায়ের সৃষ্টি করা হয়েছে যথা আগুন নাকি বাতাস ও পানি এ ব্যাপারে পবিত্র কুরআনে ঘোষণা হচ্ছে আল্লাহ তিনি যিনি তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন
Curtir
Comentario
Compartilhar