অতঃপর মাটির উপরে একটি নির্দিষ্ট সময়ের জন্য তোমাদেরকে বিচরণ করার সুযোগ করে দিয়েছেন এছাড়াও পৃথিবীর আনাচে-কানাচে মাঠে ঘাটে তথা যেদিকেই চোখ যায় সেদিকে মহান আল্লাহ নির্দেশনা বলি বিরাজমান রয়েছে এ বিষয়ে মহান আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করেন বিশ্বের সর্বত্র আমার নির্দেশনা বলি প্রকাশিত হচ্ছে এবং বিশ্বের সর্বত্র আমার নির্দেশনা বুলি প্রকাশিত হচ্ছে এবং মানুষের নিজের মধ্যেও তোমরা কি তা দেখতে পাচ্ছ না প্রখ্যাত মুফাসসির হযরত ইমাম রাজীব রাদিয়াল্লাহু তা'আলা মহান আল্লাহ পাকের একত্ববাদের ওপর প্রামান্য দৈনিক স্বরূপ এক হাজারেরও অধিক প্রমাণ যুক্তি তুলে ধরেছেন ঘটনা ক্রমে তিনি মুসলমানকে কথা প্রসঙ্গে মহান আল্লাহর একত্ববাদ সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন
Tycka om
Kommentar
Dela med sig