আরব বিধয়ী লোকটি বিস্ময় ভরা কন্ঠে উত্তর দিলেন যে মরুভূমিতে বালির ওপর পায়ের চিহ্ন দেখে যদি পথিকের পরিচয় পাওয়া যায় দূর হতে ধোঁয়া দেখে যদি আগুনের অস্তিত্বকে স্বীকার করতে বাধ্য করে তাহলে এ বিশাল আকাশ চন্দ্র সূর্য তারকারাজি নদী নালা তরঙ্গ ইত্যাদি ফুলে ফলে ভরা বাগান বিভিন্ন ধরনের গাছ গাছালি মিশ্রিত পৃথিবীর এত সবকিছু দেখেও কি প্রমাণিত হয় না যে এসবের একজন সৃষ্টিকর্তা নিয়ন্ত্রণকর্তা অবশ্যই আছেন আর তিনি হলেন মহান সৃষ্টিকর্তা পালনকর্তা মুক্তিদাতা মহান আল্লাহ তায়ালা মহান আল্লাহতালা একত্ববাদ কিংবা অস্তিত্বের উদাহরণ কোন মানুষ তো দূরের কথা সৃষ্টি কুলের কারো পক্ষে তা লিখে শেষ করা সম্ভব নয় এ ব্যাপারে পবিত্র কুরআন ও কারীমে এরশাদ করেছেন হে নবী আপনি বলে দিন যদি লেখার জন্য সমুদ্রের পানি সমূহ কালি বানানো হয় তাহলে আমার কথা আমার গুনগান ইত্যাদি লেখা শেষ না হতে সাগরের পানি সমূহ শেষ হয়ে যাবে এই রোগ ভাবে পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি একসাথে করলেও তা লিখে শেষ করা সম্ভব নয়।
JHuma771
supprimer les commentaires
Etes-vous sûr que vous voulez supprimer ce commentaire ?