আড়ং এ গেলাম। এই ভাইটা একটা রিং কিনবে। বারবার সেলস এর আপুদের জিজ্ঞেস করতেছে, ভিজলে কি এটার রঙ উঠে যাবে? আমি বুঝতেছি না সাইজে হবে কিনা। সো মাচ কনফিউজড। আপনার আঙুলে পরে দেখান তো। অনেক বেছে যেটা পছন্দ করলেন সেটার দাম ১৬০০ টাকা। উনি জিজ্ঞেস করলেন ১০০০ এর মাঝে নেই কোনোটা? আপু জানালো না, হাজারের মাঝে হবে না। উনি চলে গেলেন।
উনি যে কার জন্য রিং কিনতেছিলেন জানি না। মায়ের জন্য হতে পারে, বোনের জন্য হতে পারে, প্রেমিকার জন্য হতে পারে। কিন্তু এইযে পুরুষ মানুষ চিনে না বুঝে না তবুও এসে নানান কসরত করে মেয়েলি জিনিসপাতি কিনতে চেষ্টা করে, এই ব্যাপারটা এত্ত আদুরে লাগে!
এইজন্যেই কয় পুরুষ মানুষের ভালোবাসা বড্ড সুন্দর!
~💝💝
লাইক
মন্তব্য করুন
শেয়ার করুন
Kader 11
মন্তব্য মুছুন
আপনি কি এই মন্তব্যটি মুছে ফেলার বিষয়ে নিশ্চিত?