মোড়ের একমাত্র ফ্লেক্সিলোডের দোকানের নাম, ‘বাবু ভ্যারাইটিজ স্টোর’। বাবুভাই নামে এলাকার এক বড়ভাই কিছুদিন আগে নতুন দোকান দিয়েছেন। ঝামেলার শুরু এখান থেকে। সেদিন মিতু ওর আম্মুর সাথে দোকানে গেছে ফ্লেক্সি দিতে। দোকানদার বাবু ভাই বিনয়ের অবতার হয়ে বললেন, ‘আন্টি আমার দোকান মানে তো আপনার দোকান। আপনি শুধু শুধু কষ্ট করে আসলেন কেন? এরপর থেকে আমাকে একটা ফোন করে বললেই আমি ফ্লেক্সি দিয়ে দিবো। পরে আপনি সজিবকে দিয়ে টাকা পাঠিয়ে দিলেই হবে।’
Beğen
Yorum Yap
Paylaş
Easmin
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?
Mass moon Islam
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?
Shakil Khan
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?