আমার বন্ধু এক মেয়ে কে ছাড়তে পারে না,মেয়েও ভিষণ বিষন্নতায়। বললাম কেন? সে বললো "আমি ওকে ভালোবাসি"
আরেক বন্ধুর বিদেশের ভিসা এসে পরবে,এমন অবস্থায় সে বলতেসে "আমি যাবো না"। বললাম কেন? সে বললো "দেশ টার জন্য মায়া লাগে রে"
এক আন্টি কে দেখলাম গহনা সব বিক্রি করে তার বিকলাঙ্গ ছেলের চিকিৎসা করাচ্ছে। তাকে জিজ্ঞেস করলে বলে "আমি তো মা"
একজন অন্ধ প্রতিদিন মসজিদে গিয়ে দোয়া করে এমন ঈশ্বর এর কাছে যাকে কেউই কখনো দেখে নি। তাকে জিজ্ঞেস করলে বলে "যে চোখ নিয়ে গেসে সে অন্তরটা তো ঠিকই দিসে"
দুনিয়া তে সব কিছু আপনি টাকা আর যুক্তি দিয়ে কিনতে পারবেন না।
মায়া বড় একটা জিনিস
বিশ্বাস বড় একটা জিনিস
আশা বড় একটা জিনিস
😊😊
Giống
Bình luận
Đăng lại