তুমি হারাই যাচ্ছো বলে কষ্ট পাচ্ছি তা না।কষ্ট পাচ্ছি একটা কথা ভেবে যে তুমি হয়তো আর কয়েকদিন গেলে আমাকে ভুলে যাইবা!
তারপর অন্য আরেকজন কে ভালোবাসবা সেই মানুষটাকে ভালোবাসি বলবা।তার সাথে দেখা করবা,তার কপালে চুমু দিবা,তার হাত ধরো হাঁটবা,হয়তো ওই মানুষটাকে বিয়েও করবা।একসাথে সংসার করবা,রাতে ওই মানুষটাকে জড়িয়ে ধরে ঘুমাইবা! এসব মানতে পারবো না।
এগুলা মনে উঠলে দুনিয়াতে আর কিছু ভালো লাগে না।
Curtir
Comentario
Compartilhar