—ভালো আছো?
—দেখো মেঘ, বৃষ্টি আসবে?
—ভালো আছো?
—দেখো ঈশান কোণের কালো, শুনতে পাচ্ছো ঝড়?
—ভালো আছো?
—এই মাত্র চমকে উঠলো ধবধবে বিদ্যুৎ।
—ভালো আছো?
—তুমি প্রকৃতিকে দেখো।
—তুমি প্রকৃতিকে আড়াল করে দাঁড়িয়ে রয়েছো।
—আমি তো অণুর অণু, সামান্যের চেয়েও সামান্য।
—তুমিই তো জ্বালো অগ্নি, তোলো ঝড়, রক্তে এত উম্মাদনা।
—দেখো সত্যিকার বৃষ্টি, দেখো সত্যিকার ঝড়।
—তোমাকে দেখাই আজও শেষ হয়নি, তুমি ভালো আছো?
😇😇
Curtir
Comentario
Compartilhar
JHuma771
Deletar comentário
Deletar comentário ?