মাঝেমধ্যে ভাবি আল্লাহ চাইলে আমার সমস্যা গুলোর সমাধান হতে কতক্ষণ। আল্লাহ তো সব জানেন। আমি কতটুকু দুঃখ সহ্য করতে পারবো আর কতটুকু পারবো না।
যা হচ্ছে হোক অভিযোগ নেই। আমার চেয়েও কোটি কোটি মানুষ বিশাল সমস্যা নিয়ে অবলীলায় দিনের পর দিন পার করে দিচ্ছে! কেউ হাসপাতালে কাতরাচ্ছে,কেউ
হাত-পা হারিয়ে ঘরের এক কোনায় পরে আছে, আবার অনেকে না খেয়ে দিন পার করছে!
আল্লাহ চাইলে সবই সম্ভব! তবে আল্লাহ যেদিন ভালো মনে করবেন, ওইদিন এক নিমিষেই আমার সকল সমস্যা দূর হয়ে যাবে।
আল্লাহ ভরসা..!
Beğen
Yorum Yap
Paylaş
JHuma771
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?