উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তা'আলা আনহা তখন বললেন এই বকরি দুধ দেয় না কিন্তু আপনি যদি দুধ বের করতে পারেন তবে চেষ্টা করে দেখুন হযরত আবু বকর সিদ্দিক রাঃ বকরি টিকে নবী করীম সাল্লাল্লাহু আলাই সালাম এর নিকটে নিয়ে আসলেন নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম বকরির পিঠে এবং ওলানে হাত বুলিয়ে দোয়া করলেন তিনি বললেন হে মহান আল্লাহতালা এই বকরি তে আমাদের জন্য বরকত দিন সঙ্গে সঙ্গে বকরির ওলান দুধে পরিপূর্ণ হয়ে উঠলো এবং দুধ বের হতে লাগল উম্মে মাবাদ রাঃ এটা দেখে খুবই বিস্মিত হলেন তখন নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম বললেন একটি পাত্র নিয়ে আসো
Suka
Komentar
Membagikan