সমুদ্র পাড়ি দিয়েছে সাদ্দাত এর বয়স তখন দুই দিন কি তিন দিন হবে জাহাজ যখন সমুদ্রের মাঝে গেল তখন হঠাৎ প্রভাল বেগে ঝড় বৃষ্টি শুরু হল আর এই জাহাজটি গভীর সমুদ্রে ডুবে যাচ্ছে সাদ্দাতের মা জাহাজের একটি কাঠ ভাসতে দেখে মা খুব কষ্ট করে শিশুটিকে নিয়ে কাটে বাঁচতে লাগল জাহাজের সবাই মারা গেল কিন্তু সাদ্দাত এবং তার মা দুজনই বেঁচে রইল বিশাল সমুদ্রের মাঝে সাহায্য করার মত তাদের কাছে কেউ নেই এক আল্লাহ রাব্বুল আলামীন ছাড়া শিশুটির কথা ভাবতেই মায়ের চোখ দিয়ে জল বেরিয়ে গেল কিভাবে বাঁচাবে এই শিশুকে সে কিছুই বুঝতে পারছে না অস্থিরতার কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয় এমন সময় আল্লাহ রাব্বুল আলামীন আজরাইল ফেরেশতা কে ডেকে বলল হে আজরাইল যাও ওই গভীর সমুদ্রের মাঝে মা ও শিশু দুজনই বেঁচে আছে তাদের মধ্য থেকে এখনই মায়ের জান কবজ করে নিয়ে আসো আজরাইল ফেরেশতা হুকুম পাওয়া মাত্র বিশাল সমুদ্রের মাঝে এসে দেখল মা তার শিশুকে আদর করছে দুধ খাওয়াচ্ছে শিশুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে এটা দেখে আজরাইল ফেরেশ
Lucky Akter
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?