মাত্র সাত মাস আগে ধুমধাম করে উদ্বোধন হয়েছিল। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পরই আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে এসেছিল মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকঢোল পিটিয়ে যে বিমানবন্দরের উদ্বোধন করেন সেটিই এখন মহাসংকটে। ক্রমশ কমছে পরিষেবা। ভিড় নেই যাত্রীদেরও। অত্যাধুনিক সুযোগসুবিধাসহ গড়ে তোলা হয় আন্তর্জাতিক মানের এ বিমানবন্দরটির উদ্বোধনে অযোধ্যায় মেগা রোড শো করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের আগে অযোধ্যা রুটে বিমান চালাতে হুড়োহুড়ি শুরু হয়ে গিয়েছিল। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, জয়পুর, পাটনাসহ ২০টি শহরের সঙ্গে শুরু হয়েছিল বিমান চলাচল। কলকাতা থেকেও বিমান পরিষেবা চালু হয় রামলালার শহরে। | #মাত্র সাত মাস আগে ধুমধাম করে উদ্বোধন হয়েছিল। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পরই আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে এসেছিল মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকঢোল পিটিয়ে যে বিমানবন্দরের উদ্বোধন করেন সেটিই এখন মহাসংকটে। ক্রমশ কমছে পরিষেবা। ভিড় নেই যাত্রীদেরও। অত্যাধুনিক সুযোগসুবিধাসহ গড়ে তোলা হয় আন্তর্জাতিক মানের এ বিমানবন্দরটির উদ্বোধনে অযোধ্যায় মেগা রোড শো করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের আগে অযোধ্যা রুটে বিমান চালাতে হুড়োহুড়ি শুরু হয়ে গিয়েছিল। দিল্লি # মুম্বই # বেঙ্গালুরু # জয়পুর # পাটনাসহ ২০টি শহরের সঙ্গে শুরু হয়েছিল বিমান চলাচল। কলকাতা থেকেও বিমান পরিষেবা চালু হয় রামলালার শহরে।
Adeel Hossain
删除评论
您确定要删除此评论吗?
Kader 11
删除评论
您确定要删除此评论吗?