আলহামদুলিল্লাহ আগামীকাল শুক্রবার টঙ্গী ইজতিমা ময়দানের টিনশেড মসজিদে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেনারেল ছাত্রদের জোড়।
দাওয়াতের কাজে লেগে থাকার জন্য দাওয়াতের মেজাজ, ফিকর, উম্মতের জন্য দরদ জরুরী। আমরা যারা বিভিন্ন ক্যাম্পাসে বা মহল্লায় দাওয়াত তাবলীগের কাজের সাথে জুড়ে আছি, নিজেদেরকে দাওয়াত ও ফিকরের ক্ষেত্রে আগে বাড়ানোর জন্য এ জোড়গুলো খুবই উপকারী।
এছাড়া খুব কাছাকাছি সময়েই অনুষ্ঠিত হবে পুরাতন সাথীদের জোড় ও বিশ্ব ইজতিমা।
কাজেই বড়দের হেদায়াত অনুযায়ী জেনারেল ছাত্রভাইয়েরা নিজেদের প্রতিষ্ঠান/মহল্লার পরামর্শ অনুযায়ী জোড়ে শরীক হওয়া চেষ্টা করি।
আল্লাহপাক আমাদের তাওফীক দিন।
Giống
Bình luận
Đăng lại