একদিন ওয়াশ করিম রহমাতুল্লাহ আলাইহি কয়েক বছর পর যখন যুবকে পরিণত হলেন তখন তাদের বাড়ি বিক্রয় করে তোর একটি জঙ্গলে চলে গেলেন এরপর সেই জঙ্গলে ছোট্ট একটি ঘর বানিয়ে মা এবং ছেলে তাদের জীবন অতিবাহিত করতে লাগলো এরপর বাড়ি বিক্রয় করার টাকা দিয়ে তার একটি দুধের উট কিনলেন এর ফলে ওঠে দুধ এবং জঙ্গলের ফলমূল খেয়ে কোন মতে তাদের জীবন কাটাতে থাকলো তারা কখনো সে জঙ্গল থেকে লোকালয়ে বের হতো না সেখানে ওয়াশকুরুনী রহমাতুল্লাহ আলাইহি নির্জনে আল্লাহ সুবহানাতায়ালার ইবাদত করতেন এবং অন্ধ মায়ের সেবা করতেন ওয়াশকুরুনী রহমাতুল্লাহ ছিলেন তবুও অন্ধ মায়ের সেবা করার জন্য তিনি রসূলের সাথে সাক্ষাৎ করতে পারেননি এদিকে
Suka
Komentar
Membagikan