হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তা'আলা আনহু নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুব্বা মোবারক পাস করেই রহমতুল্লাহ আলাইহির হাতে তুলে দিলেন এরপর ওয়াশকুরুনী রহমাতুল্লাহ আলাইহি একটু দূরে গিয়ে আল্লাহ সুবহানাতায়ালার উদ্দেশ্যে সেজদায় পতিত হলেন এবং কান্নারত অবস্থায় দোয়া করতে থাকলেন এবং বলতে লাগলেন হে রহমানুর রহিম আমার প্রিয় রাসূল নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেহের পবিত্র জুব্বা মোবারক আমাকে দান করে গিয়েছেন যতক্ষণ পর্যন্ত না আপনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সকল উম্মতের গুনাহ মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি এই জুব্বা মোবারক টি পরিধান করবো না
Giống
Bình luận
Đăng lại