1 와이 ·번역하다

একদা হযরত ঈসা আলাই সালাম সিরিয়া দেশের এক জঙ্গলের পার্শ্ববর্তী প্রান্তরের উপর দিক কোথাও গমন করছিলেন তখন তিনি পথের মধ্যে একটি মৃত মানুষের মাথার খুলি দেখতে পেলেন তিনি আল্লাহর কাছে মোনাজাত করলেন হে মাবুদ তুমি আমাকে এই মাথার খুলি তথ্য জানিয়ে দাও হযরত ঈসা আলাই সালাম এর মোনাজাতের উত্তরে আল্লাহতালা বললেন তুমি ওই খুনি টিকে জিজ্ঞেস করলে সবকিছু জানতে পারবে তখন হযরত ঈসা আলাই সালাম কলি টিকে বললেন এ খলিফা আল্লাহর হুকুমে তুমি আমার প্রশ্নের উত্তর দাও সঙ্গে সঙ্গে খলির ভেতর হতে আওয়াজ বের হলো লা-ইলাহা-ইল্লাল্লাহু এশা রুহুল্লাহ