আমি তাৎপর্য দেখিনি তার মস্তক যেমন আসমানে ঠেকেছে উপাদান জমিনে রয়েছে এই রূপ ভয়ংকর মূর্তি সে আমার সামনে এসে দাঁড়ালে আমি দেখলাম তার কয়েকটি মুখ রয়েছে তা দেখে আমি একেবারে জড়োসড়ো হয়ে গেলাম আমি জীবনে কখনো আমাকে এত বেশি অসহায় বোধ করিনি সে আমার দিকে এগিয়ে এলো হযরত ঈসা আলাই সালাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি তাকে জিজ্ঞেস করেছিলে এতগুলো মুখ কেনআমার সামনের মুখ দিয়ে মমিনের জান কবজ করার আদেশ দেয় আর ডানদিকের মুখ দিয়ে আসমানের অধিবাসীদের জান কবজ করার হুকুম দেয় এবং বাম দিকের ও পেছনের মুখ দিয়ে আমি কাফির ও মুশরিকের প্রাণ হরণ করার নির্দেশ দেয়
پسندیدن
اظهار نظر
اشتراک گذاری