বাসায় কখনো কল দিতে হয় না বরং বাসা থেকেই কল দেয়। তবু তাদের অভিযোগ নেই কেন আমি কল দেই না। বরং কল দিয়ে প্রথমেই জিজ্ঞেস করে কেমন আছি? খাওয়াদাওয়া করছি কিনা? বাসায় কিছু আছে কিনা? টাকা যা আছে তা দিয়ে হবে কিনা? ইশ! এই সময় খুব তাড়াতাড়ি ফুড়িয়ে যাচ্ছে। কি এক নিস্বার্থ ভালোবাসা! সব সময় তাদের চিন্তা কি করলে আমার ভালো হবে। এমন কি যখন বলি পড়তে বসছি, তখন বলে পরে কথা বলবোনে, আগে পড়। ইশ! এই সময়টুকু যদি বাক্স বন্দি করে রাখা যেত! কত দ্রুত সব কিছু হারিয়ে যাচ্ছে। আজ হঠাৎ খুব করে মনে হচ্ছে বাবা-মা ছাড়া এই ভালোবাসা পাওয়া অসম্ভব। আল্লাহ আমার আব্বু-আম্মুকে নেক হায়াত দান করুন।-আমিন।
❤❤❤
Kao
Komentar
Udio