অনেকের একটা কমন প্রশ্ন হচ্ছে “ভাইয়া আমার বন্ধু / কিংবা কোন একটা প্রিয় মানুষ টা এখন আর খোঁজ রাখে না, কথা বলে না, দেখা করে না, নিজে থেকে খোঁজ নিলেও সেই মানুষ টা ইগনোর করে,
এখন আমার কি করার? ”
আমি তাদেরকে একটা কথাই বলে থাকি যে তোমাকে ইগনোর করার চেষ্টা করছে, তুমিও তাকে ইগনোর করা শুরু করো। যে তোমার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না, তুমি তাকে আরো সুযোগ করে দাও সম্পর্ক না রাখার। যে মানুষটা তোমার সাথে কথা বলতে চায় না কিংবা দেখা করতে চায় না তুমিও তার সাথে আর কথা বলো না, দেখাও করার দরকার নেই।
ভাই তুমি নিজে একটা স্বাধীন মানুষ, তোমার নিজের ব্যক্তি স্বাধীনতা আছে। আর নিজের এই ব্যক্তি স্বাধীনতাকে সংকীর্ণ না রেখে নিজের মতো করে সুন্দর করে বাঁচতে শিখো। ছোট্ট এই পৃথিবীতে নিজের মতো করে অনুভব করতে শিখো।
হাসি খুশি থাকো,
নিজের প্রতিটা মুহূর্ত উপভোগ করতে থাকো,
ভালো কিছু করার চেষ্টা করো।
দেখবে তুমিও দিনশেষে ভালো থাকবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল ❤️
ধন্যবাদ সবাইকে।
Mass moon Islam
تبصرہ حذف کریں۔
کیا آپ واقعی اس تبصرہ کو حذف کرنا چاہتے ہیں؟