Easmin  
1 와이 ·번역하다

কিছু সময় একেবারে চুপ হয়ে যেতে ইচ্ছে করবে, ইচ্ছে গুলো আর বলতে ইচ্ছে হবে না, বাঁচতে ইচ্ছে হবে না, প্রচন্ড মন খারাপ চারিদিক থেকে ঘিরে ধরবে।

তবুও রবের বিধান মেনে নিয়ে, আমরা আবার কথা বলি, ইচ্ছে গুলো বার বার বলি, বাঁচতে চাই। মন খারাপ কে আড়াল করে হেসে সুন্দর সময় কাটাই। কিন্তু মনের গভীরে কিছু ক্ষত কি কখনো চিরতরে মুছে যায়, কিছু ভয় কখনো কি চিরতরে দূর হয়, কিছু আক্ষেপ কখনো কি পুরোপুরি শেষ হয়?💔