Easmin  
1 Y ·ترجمه کردن

সংসার জীবন খুব বেশি মজার না। আপনি হুট করে একদিন ঘুম থেকে উঠে দেখবেন, বউ আপনার সাথে কথা বলতেছেনা,নাস্তা দিতেছেনা। মুখটা আমাবস্যার মত কালো করে রাখছে। আপনি কোন হিসাব মিলাইতে পারবেন না,আপনি কি ভুল করছেন।

তারপর অনেক খোঁচা**খুঁচি*র পর জানতে পারবেন সে স্বপ্নে দেখছে আপনি তার জন্যে ফুল আনছেন, কিন্তু ঘুম ভাঙ্গার পর সে ফুলটা হাতে পায়নাই কেনো? এর থেকেও খারাপ সিনারিও হতে পারে যদি আপনাকে সে স্বপ্নে অন্য কোন মেয়ের সাথে দেখে৷

সো বুইঝা শুইনা প্রস্তুতি নেন