Easmin  
1 y ·Traducciones

সময় থেকেও যদি সময় না দেয়, হয়তো মানসিক ভাবে অসুস্থ নয়তো সে আপনাকে ঠকাতে চাচ্ছে। সময় পেলেই একটি ফুল নিয়ে হাজির হয়ে বলার কথা ছিলো,, তুমি আমাকে বিয়ে করে খুব কষ্টে আছো তাইনা। দেখবেন স্ত্রী সারাদিনের ক্লান্তি ভুলে যাবে। স্বামীর কাজ হচ্ছে স্ত্রীর অনুভূতি জাগিয়ে তোলা আর সেটা না করে জরিয়ে ধরে ঘুমাতে দেয়না। জোর করে জরিয়ে ধরবেন,, এটাও আপনার অধিকার,, অধিকার আদায় করে নিবেন।