তুমি বলে দাও হে প্রাণহীন লাশ তোমরা আল্লাহর হুকুমে উঠে দাঁড়িয়ে যাও একথা শোনার পর সমস্ত লাশেরা একসাথে উঠে দাঁড়িয়ে গেল এবং সবাই জীবিত হয়ে গেল অতঃপর এই সমস্ত মানুষেরা জঙ্গল ছেড়ে আবার লোকালয়ে ফিরে আসলো এবং তাদের অবশিষ্ট জীবন সেখানেই বসবাস করলদর্শন থেকে গেল যে তাদের সন্তানদের শরীর থেকে লাশের দুর্গন্ধ বের হতো
إعجاب
علق
شارك