Easmin  
1 Y ·ترجمه کردن

কেউ যখন হেসে হেসে খোচা দিয়ে কথা বলে, আমিও তার সাথে হাসি। আমার খারাপ লাগেনি তাকে বোঝাই। কিন্তু সত্যটা হচ্ছে খারাপ লাগে।

কেনো জানি যখন কেউ মজার ছলে এমন কিছু বলে ফেলে যেটা আমার জন্য যন্ত্রণাদায়ক, তখন মুখে হাসি থাকলেও বুকে শুরু হয়ে যায় ভাঙচুর ঝ'ড়।

খোচা দিয়ে কথা বলা মানুষেরা আসলে জানেইনা তাদের ভিতরটা কত কুৎসিত।