কেউ যখন হেসে হেসে খোচা দিয়ে কথা বলে, আমিও তার সাথে হাসি। আমার খারাপ লাগেনি তাকে বোঝাই। কিন্তু সত্যটা হচ্ছে খারাপ লাগে।
কেনো জানি যখন কেউ মজার ছলে এমন কিছু বলে ফেলে যেটা আমার জন্য যন্ত্রণাদায়ক, তখন মুখে হাসি থাকলেও বুকে শুরু হয়ে যায় ভাঙচুর ঝ'ড়।
খোচা দিয়ে কথা বলা মানুষেরা আসলে জানেইনা তাদের ভিতরটা কত কুৎসিত।
লাইক
মন্তব্য করুন
শেয়ার করুন
Mass moon Islam
মন্তব্য মুছুন
আপনি কি এই মন্তব্যটি মুছে ফেলার বিষয়ে নিশ্চিত?