Easmin  
43 i ·Oversætte

আজকাল মানুষজন কেমন যেন চুপচাপ হয়ে যাচ্ছে, কথা বলতে পছন্দ করছে না।

কলে কথা বলার চেয়ে টেক্সটে কনভারসেশন চালাতে পছন্দ করছে। মোবাইল সাইলেন্ট রাখার প্রবণতা বাড়ছে, বদ্ধ রুমে নিজেকে আবদ্ধ রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।

যে মানুষটা একসময় সবাইকে মাতিয়ে রাখতো সে-ও কেমন যেন চুপচাপ হয়ে যাচ্ছে। লজ্জাবতী গাছের মত নিজেদের গুটিয়ে নিচ্ছে।

যে ভালো গান গাইতে পারতো সে আর গাইছে না, যে গিটার বাজাতে পারতো সে আর গিটার বাজাচ্ছে না।নাচতে পছন্দ করা মানুষগুলোও পছন্দের কাজ করা ছেড়ে দিচ্ছে। সবসময় হাসিমুখে থাকা মানুষটার মুখও ইদানীং ভার ভার দেখায়।

যেন সবাই কোলাহল ছেড়ে নীরবতাকে বেছে নিচ্ছে।

তাদেরকে দেখলে এখন আর আগের মানুষটা মনে হয় না। মনে হয় তীব্র শোক নিয়ে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা একটা গাছ। যেন সুনশান নীরব, অনুভূতিশূন্য😪😪😪

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

6 timer ·Oversætte

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

6 timer ·Oversætte

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।

6 timer ·Oversætte

নারীস্বাস্থ্য রক্ষায় লজ্জাপতির ভূমিকা অনন্য। অতিরিক্ত স্রাব, অনিয়মিত মাসিক বা জরায়ু সংক্রান্ত নানা সমস্যায় লজ্জাপতির মূল এবং পাতার রস বিশেষ কার্যকর। আয়ুর্বেদ মতে, এটি জরায়ু টনিক হিসেবেও কাজ করে।

6 timer ·Oversætte

লজ্জাপতি গাছের মূল শুকিয়ে গুঁড়ো করে নিয়মিত সেবন করলে রক্ত পরিষ্কার হয় এবং শরীরের ভেতরের বিষাক্ত উপাদান দূর হয়। এটি যকৃত পরিষ্কার করতেও সাহায্য করে। এছাড়া, লজ্জাপতির পাতার রস আমাশয়, পাতলা পায়খানা ও পেটের পীড়ায় খুবই কার্যকর। দিনে দুইবার এক চামচ পাতার রস খেলে উপকার পাওয়া যায়।