আজকাল মানুষজন কেমন যেন চুপচাপ হয়ে যাচ্ছে, কথা বলতে পছন্দ করছে না।
কলে কথা বলার চেয়ে টেক্সটে কনভারসেশন চালাতে পছন্দ করছে। মোবাইল সাইলেন্ট রাখার প্রবণতা বাড়ছে, বদ্ধ রুমে নিজেকে আবদ্ধ রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।
যে মানুষটা একসময় সবাইকে মাতিয়ে রাখতো সে-ও কেমন যেন চুপচাপ হয়ে যাচ্ছে। লজ্জাবতী গাছের মত নিজেদের গুটিয়ে নিচ্ছে।
যে ভালো গান গাইতে পারতো সে আর গাইছে না, যে গিটার বাজাতে পারতো সে আর গিটার বাজাচ্ছে না।নাচতে পছন্দ করা মানুষগুলোও পছন্দের কাজ করা ছেড়ে দিচ্ছে। সবসময় হাসিমুখে থাকা মানুষটার মুখও ইদানীং ভার ভার দেখায়।
যেন সবাই কোলাহল ছেড়ে নীরবতাকে বেছে নিচ্ছে।
তাদেরকে দেখলে এখন আর আগের মানুষটা মনে হয় না। মনে হয় তীব্র শোক নিয়ে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা একটা গাছ। যেন সুনশান নীরব, অনুভূতিশূন্য😪😪😪
Kader 11
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?
Mass moon Islam
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?