Easmin  
1 y ·перевести

জীবনে হুটহাট কিছু মানুষের সাথে আচমকা পরিচয় হয়ে যায়। যার সাথে কিনা কোনোদিন দেখা হওয়ারো কথা ছিলো না, সে খুব কাছের মানুষ হয়ে যায়। আবার কিভাবে যেনো অনেক কাছের মানুষ জীবন থেকে হারিয়েও যায়।

এমন এমন মানুষের সাথে দূরত্ব তৈরি হয় যাদের সাথে কিনা আড্ডায় বসলে দিন পার হয়ে যেতো। যোগ বিয়োগের এই খেলায় অবশিষ্ট যা থাকে তা হলো সময়ের চক্কর। সময় হলো স্রোতের মত; নিজের গতিতে চলবে, কখনো কিছু দিবে আবার কখনো কিছু কেড়ে নিবে।

এভাবেই জীবন চলতে থাকবে, তারপর একদিন জীবনের সময়ও ফুরিয়ে যাবে।!❤❤❤😊😊😊